ঘরে বসেই কেনা যাবে ত্রিদেশীয় সিরিজের টিকিট

|

টিকিট কিনতে আর দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। এবার, ঘরে বসেই কিনতে পারবেন মাঠে যাওয়ার টিকিট। আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ এবং এরপর শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সিরিজের টিকিট পার্টনার করা হয়েছে সহজ ডটকমকে।

বিসিবি সূত্রে জানা গেছে, সহজ ডটকম থেকে একজন সর্বোচ্চ ৩টি করে টিকিট কিনতে পারবেন।


টিকিটের মূল্য তালিকা সম্পর্কেও জানিয়ে দেয়া হয়েছে বিসিবি’র তরফ থেকে। বিসিবি লাউঞ্জের টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা, গ্র্যান্ডের মূল্য ১০০০ টাকা, ভিআইপি টিকিটের মূল্য ৫০০ টাকা, নর্থ ও সাউথ স্ট্যান্ডের মূল্য ১৫০ টাকা। এছাড়া ইস্টার গ্যালারির মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। চলতি সপ্তাহের শেষে সর্ব সাধারণের কাছে বিক্রির জন্য ছাড়া হবে টিকিট ।

 

ত্রিদেশীয় সিরিজের সূচি:

 জানুয়ারি ১৫  বাংলাদেশ-জিম্বাবুয়ে  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম  দিবারাত্রি
 জানুয়ারি ১৭  শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম  দিবারাত্রি
 জানুয়ারি ১৯  বাংলাদেশ-শ্রীলঙ্কা  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম  দিবারাত্রি
 জানুয়ারি ২১  শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম  দিবারাত্রি
 জানুয়ারি ২৩  বাংলাদেশ-জিম্বাবুয়ে  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম  দিবারাত্রি
 জানুয়ারি ২৫  বাংলাদেশ-শ্রীলঙ্কা  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম  দিবারাত্রি
 জানুয়ারি ২৭  ফাইনাল  মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম  দিবারাত্রি


যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply