করোনার বিপক্ষে লড়াইয়ে জিদান ও করিম বেনজিমা

|

করোনার বিপক্ষে লড়াইয়ের ফ্রান্সের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ও ফরোয়ার্ড করিম বেনজিমা।

অ্যাথলেট এন্ড সলিডারিটি এই নামে একটি চ্যারিটি সংগঠন চালান করিম বেনজিমা। যার পৃষ্ঠপোষক আবার অ্যাডিডাসের মত নামী ব্র্যান্ড। পাবনার বিপক্ষে এবার নিজের দাতব্য প্রতিষ্ঠান নিয়ে ফ্রান্সের সরকারের পাশে দাঁড়ালেন এই স্ট্রাইকার। অর্থ সহায়তার পাশাপাশি কর্নার বিপক্ষে লড়তে রিয়াল মাদ্রিদে নিজের জার্সি নিলামে তুলেছেন তিনি। যার অর্থ দেয়া হবে প্যারিসের একটি হাসপাতালে।

বেনজেমার মতো লড়াইয়ে নেমেছেন জিনেদিন জিদান। তবে প্যারিস নয় তার শৈশবের বেড়ে ওঠা শহরের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। করোনার বিপক্ষে লড়তে অর্থ সহায়তার পাশাপাশি টেস্টিং কিট, স্যানিটাইজার, মাস্ক সহ প্রয়োজনীয় সরঞ্জাম সেখানকার হাসপাতাল “উইলিয়াম ডি বিয়া হাসপাতালে” দান করেছেন রিয়াল মাদ্রিদের কোচ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply