মুন্সিগঞ্জে এক মেডিকেল অফিসারসহ ১০ জনের করোনা শনাক্ত

|

মুন্সিগঞ্জে এক মেডিকেল অফিসারসহ ১০ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, গজারিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

গতরাতে আইইডিসিআর থেকে নিশ্চিতের পর চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ঢাকায়। সেইসাথে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ বন্ধের নির্দেশ দেয়া হয়।

এদিকে গতকাল রাতে সদর উপজেলায় এক নারীসহ,গজারিয়া, শ্রীনগর, টঙ্গীবাড়ি ও সিরাজদিখানে আরও শনাক্ত হয়েছেন ৬ জন।

আজ শনিবার সকালে আরেক দফায় ঢাকা থেকে পাঠানো তথ্যে আরও ৩ জনের করোনা পজিটিভ জানানো হয়। যার মধ্যে মুন্সিগঞ্জে সদর, গজারিয়া ও টঙ্গীবাড়ীর একজন করে শনাক্ত হয়েছে।

মুন্সিগঞ্জ সদর ইউএনও মোঃ ফারুক আহমেদ জানান, মুন্সিগঞ্জের পানহাটার করোনা ভাইরাস আক্রান্ত নারীর বাড়ী সহ মোট ২০টি বাড়ী ও পার্শ্ববর্তী একটি দোকান লকডাউন করেছে উপজেলা প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply