করোনায় ইতালির ১০০ চিকিৎসকের মৃত্যু

|

Medical personnel at work in the intensive care unit of the hospital of Brescia, Italy, Thursday, March 19, 2020. Italy has become the country with the most coronavirus-related deaths, surpassing China by registering 3,405 dead. Italy reached the gruesome milestone on the same day the epicenter of the pandemic, Wuhan, China, recorded no new infections. For most people, the new coronavirus causes only mild or moderate symptoms. For some it can cause more severe illness. (Claudio Furlan/LaPresse via AP)

প্রাণঘাতি মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে যেয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইতালির ১০০ চিকিৎসক। দেশটির স্বাস্থ্যবিষয়ক সংস্থা এফএনওএমসিইও এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

জানা গেছে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার সময় আক্রান্ত হয়ে চিকিৎসকের পাশাপাশি ৩০ জনের অধিক নার্সেরও মৃত্যু হয়েছে দেশটিতে।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারর্সের তথ্যমতে, এখন পর্যন্ত ইতালিতে করোনায় আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন। করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ১৮ হাজার ৮৪৯ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply