শেয়ার বাজারের মুনাফার জন্যই ডর্টমুন্ডের বাসে বোমা হামলা

|

গত বছর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মোনাকোর বিপক্ষে খেলতে যাওয়ার আগে বরুশিয়া ডর্টমুন্ডের টিম বাসে বোমা হামলাকারীকে শনাক্ত করেছে পুলিশ। হামলায় অভিযুক্ত রাশিয়ান বংশোদ্ভুত জার্মান নাগরিক সের্গেই ডাব্লুর দাবি কোনো প্রকার প্রাণনাশের জন্য নয় বরং শেয়ার বাজারে লাভের আশায় এই বোমা হামলা চালায় সে।

মামলার প্রসিকিউটর জানান, সের্গেই ডর্টমুন্ডের শেয়ার থেকে ২৬,০০০ পুট অপশন কিনে ছিল। সে ভেবেছিল বোমা হামলার পর ডর্টমুন্ডের শেয়ারের দাম কমে যাবে। পুট অপশন হলো পূর্ব নির্ধারিত মূল্যে কোনো শেয়ার বিক্রি করার অধিকার। শেয়ারের দাম কমলেও পুট অপশনের জন্য পূর্ব নির্ধারিত মূল্য পাবে শেয়ার হোল্ডার।

পরিকল্পনা অনুযায়ী, যদি শেয়ারের দাম ১ ইউরোও কমতো, তা হলে পুট অপশনের কল্যাণে ৫,০০০ ইউরো লাভ করতো বলে জানায় জার্মান গণমাধ্যম।

উল্লেখ্য, ডর্টমুন্ড জার্মানির একমাত্র ফুটবল দল যার শেয়ার স্টক মার্কেটে কেনা-বেচা হয়।

গত বছর ১২ এপ্রিল এই হামলায় গুরুতর আহত হয়েছিলেন ডিফেন্ডার মার্ক বার্ত্রা। এক পুলিশ অফিসার শ্রবণ শক্তি হারিয়েছিলেন। প্রাথমিক পর্যায়ে পুলিশের ধারণা ছিল এটি একটি জিহাদী হামলা।

যমুনা অনলাইন: এএস/টিএফ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply