করোনার কবলে ফরাসি রণতরী ‘শার্ল দ্য গল’

|

190424-M-BP588-1005 U.S. 5TH FLEET AREA OF OPERATIONS (April 24, 2019) A U.S. Marine MV-22 Osprey assigned to the 22nd Marine Expeditionary Unit sits on the flight deck of France's Marine Nationale aircraft carrier FS Charles De Gaulle (R 91). This was the second time that Ospreys have landed aboard the French vessel. Marines and Sailors assigned to the 22nd MEU and Kearsarge Amphibious Ready Group are currently deployed to the U.S. 5th Fleet area of operations in support of naval operations to ensure maritime stability and security in the Central region, connecting the Mediterranean and the Pacific through the western Indian Ocean and three strategic choke points. (U.S. Marine Corps photo by Maj. Joshua Smith/Released)

করোনার কবলে পড়েছে ফরাসি রণতরী ‘শার্ল দ্য গল’। ভূমধ্যসাগরে অবস্থানরত বিমানবাহী যুদ্ধজাহাজটিতে কোভিড নাইনটিন আক্রান্ত কমপক্ষে ৫০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। তাদের বিশেষ ব্যবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

এরইমধ্যে ১৭শ’ নৌসেনা মোতায়েন থাকা জাহাজটি রওনা হয়েছে উপকূলের দিকে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় ফ্রান্সের সশস্ত্রবাহিনী।

বিবৃতিতে জানানো হয়, এ পর্যন্ত ৬৬ জনের নমুনা পরীক্ষা করেছে ফ্রান্সের একমাত্র রণতরী। সংক্রমণ ধরা পড়া ৫০ জনকে রাখা হয়েছে, আইসোলশনে। করোনায় ফ্রান্সে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।

এর আগে, করোনা সংক্রমণ ছড়ায় মার্কিন রণতরী থিওডর রুজভেল্ট-এ। ৪ হাজার নাবিকের প্রাণ বাঁচানোর খোলাচিঠি দিয়ে বহিষ্কার হন জাহাজের ক্যাপ্টেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply