চতুর্থ দিনেই হার মানতে হলো ভারতকে

|

চতুর্থ দিনেই শেষ হয়ে গেল কেপটাউন টেস্ট। ভারনন ফিল্যান্ডারের ৬ উইকেট শিকারে সিরিজের প্রথম টেস্টে ভারতকে ৭২ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে এখন প্রোটিয়ারা।

২ উইকেটে ৬৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা দক্ষিণ আফ্রিকা ৬৫ রান তুলতেই হারিয়েছে পরের ৮ উইকেট। ভারতের হয়ে সর্বাধিক ৩টি করে উইকেট নেন অভিষিক্ত জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।

২০৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে বল হাতে আরো বেশি আগ্রাসী হয়ে উঠেন প্রোটিয়া পেসাররা। ফিল্যান্ডার, মরকেল আর রাবাদার পেস তাণ্ডবে ছিন্ন-ভিন্ন হয়ে যায় ভারতের দাম্ভিক ব্যাটিং অর্ডার। ৪ বছর পর দলীয় ১শ’ রানের আগেই ৭ উইকেট হারায় সফররতরা। পরে ভারতের লেজটুকু ছেটে নেন ভরনন ফিল্যান্ডার। ৪২তম ওভারে ৪ বলে ৩ উইকেট তুলে নিয়ে দলকে ৭২ রানের জয় এনে দেন এই পেসার। এই ইনিংসে ৪২ রানে ৬ উইকেট শিকার করেন তিনি।

একমাত্র ওয়েস্ট ইন্ডিজ ছাড়া এশিয়ার বাইরে খেলা সবশেষ ২৭ টেস্টে ১টি জয় আছে ভারতের। এমনকি এই কেপটাউনে এখনো কোনো টেস্ট জিততে পারেননি এশিয়ার কোনো দেশ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply