সালভাদরিয়ানদের ট্রাম্পের ডেডলাইন

|

যুক্তরাষ্ট্রে বসবাসরত ২ লাখ ৬২ হাজার এল সালভাদরিয়ানকে চলে যাওয়ার জন্য ১৮ মাস সময় বেঁধে দিলো ট্রাম্প প্রশাসন।

সোমবার, দেশটির প্রশাসনিক এক বিবৃতিতে আসে এই ঘোষণা। ২০০১ সালে ভূমিকম্পে বিধ্বস্ত হবার পর মধ্য আমেরিকার দেশটির হাজার হাজার নাগরিককে অস্থায়ী সুরক্ষা মর্যাদা- টিপিএস দেয়া হয়। যা ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর শেষ হবে। মেয়াদ শেষের পর, যারা প্রায় দু’দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করছেন, তারা তাদের পূর্বের অভিবাসন মর্যাদায় ফিরে যাবেন। কিন্তু, অন্যান্য ইমিগ্রেশন সুবিধা যেমন পারিবারিক বা কর্মভিত্তিক ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন।

মার্কিন সরকারের এই ঘোষণায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দ্বিতীয় প্রজন্মের ২০ হাজার এল সালভাদরিয়ান। কারণ, জন্মসূত্রে তারা মার্কিন নাগরিক। এর আগে, হাইতি এবং নিকারাগুয়া’র দুর্যোগ কবলিত নাগরিকদের টিপিএস সুবিধা  বাতিল করে ট্রাম্প প্রশাসন।

যমুনা অনলাইন: আরএ/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply