সেপ্টেম্বরেই মিলবে করোনার প্রতিষেধক!

|

করোনা মহামারি থেকে মানবজাতির রেহাই মিলবে দ্রুতই। এমন ইঙ্গিত দিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারাহ গিলবার্ট।

তিনি জানান আগামী সেপ্টেম্বরের মধ্যেই পাওয়া যাবে মরণঘাতী এই ভাইরাসের প্রতিষেধক বা টিকা। সারাহ গিলবার্ট জানান, ভ্যাকসিন তৈরির কাজ প্রায় গুছিয়ে এনেছে তার দল।

প্রায় ৮০ ভাগ নিশ্চয়তা দিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জানান, সব ঠিক থাকলে আগামী শরতেই মিলবে করোনাভাইরাসের ভ্যাকসিন।

যদিও বিশ্বের অন্যান্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আগামী ১৮ মাসের আগে করোনাভাইরাসের টিকা পাওয়ার কোন সুযোগ নেই। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই আত্মবিশ্বাসী ঘোষণা নিঃসন্দেহে বেঁচে থাকার নতুন স্বপ্ন দেখাবে বিশ্বকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply