নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ, ঘরে বসে উদযাপন: প্রধানমন্ত্রী

|

নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ থাকবে, বাইরে কোনো প্রোগ্রাম করা যাবে না বলে আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে করোনা পরিস্থিতি নিয়ে খুলনা ও বরিশাল বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের স্বাগত বক্তব্যে এই কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নববর্ষের কোনো প্রোগ্রাম বাইরে করা যাবে না। ঘরে বসে রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান হবে বা সোশ্যাল মিডিয়ায় উদযাপন করা যাবে। কিন্তু কোনো জনসমাগম করা যাবে না। জনসমাগম করলে এই ভাইরাস সংক্রমণ ছড়িয়ে যাবে। সব অনুষ্ঠান বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, সারাবিশ্বের মানুষ ঘরে বন্দি, আমরা অনুরোধ যার যার ঘরে থাকবেন। কারো সাথে মেশামেশির দরকার নেই। যতটুকু প্রয়োজন ততটুকু করবেন। হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলার আহ্বানও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী জানান, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে কৃষিখাতে ৫ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়া হবে।

তিনি বলেন, এখন ফসল তোলার সময়। অনেক শ্রমিকের কাজ নেই, তাই কৃষি শ্রমিকরা কাজে যেতে চাইলে, পরিবহনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply