সরকারি চাল কিনতে সামাজিক দূরত্ব মানছে না সাধারণ মানুষ

|

স্টাফ রিপোর্টার, নাটোর
করোনাভাইরাস মোকাবেলায় কোন রকম সামাজিক দূরত্ব মানছেন না সাধারণ মানুষজন। ত্রাণ দেয়া নেয়া ও সরকারী চাউল বিক্রিসহ প্রায় সব ক্ষেত্রেই চলছে জনসমাগম দেখা যাচ্ছে। রবিবার সকাল থেকে শহরের বঙ্গোজ্জল মহারাজা উচ্চ বিদ্যালয়ে সরকারি ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু হয়। সেখানে দেখা গেছে মানুষের গায়ে গা ঘেষে রয়েছে হাজারো ক্রেতা।

এ সময় চাল বিক্রির কাজে নিয়োজিত কর্মীরা বলেন, এখান থেকে ১০ টাকা কেজি দরের সরকারী চাল মাথা পিছু ৫ কেজি করে ৪০০ জনকে বিক্রি করা হবে। সেই চাল কিনতে এতো মানুষ এসে সমাগম করলে তাদের কিছুই করার নাই। সকলেই চাল নিতে ভিড় করছে। সকলকেই সামাজিক দুরত্ব বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে। কিন্তু কেউ কথা শুনছে না।

এছাড়াও শহরের প্রধান সড়ক কানাইখালী থেকে ট্রাফিক মোড় এলাকায় দিয়েও নির্দেশনা না মেনে চলাচল করছে সাধারন মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply