করোনা: আজ লকডাউন হতে পারে পাকিস্তান

|

পাকিস্তানেও করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়ানোয় আজ আসতে পারে লকডাউনের ঘোষণা। দেশটিতে ভাইরাসে মারা গেছেন ৯১ জন। করোনা মহামারির মধ্যেই কাশ্মির সীমান্তে গোলাগুলি হয়েছে ভারতীয় ও পাকিস্তানী সেনাদের মধ্যে। রোববার এতে প্রাণ গেছে কমপক্ষে ৩ বেসামরিক কাশ্মিরির।

অন্যদিকে, নতুন করে ৪৩ জনের মৃত্যুতে, করোনায় ভারতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। আক্রান্তের সংখ্যা নয় হাজার ছাড়িয়েছে। এ অবস্থায় দ্বিতীয় দফায় যদি লকডাউন বাড়েও, নিষেধাজ্ঞা শিথিল থাকবে কোভিড নাইনটিন মুক্ত এলাকাগুলোতে।

এখনও করোনার সংক্রমণ শূণ্য, এমন ৪শ’ জেলা হবে গ্রিন জোন ভুক্ত। ১৫ জনের কম আক্রান্ত বা সংক্রমণ স্থিতিশীল, এমন এলাকাগুলো হবে অরেঞ্জ জোন। এসব এলাকায় গণপরিবহন চলাচল ও কৃষিকাজ চলবে স্বাভাবিকভাবে। ১৫ জনের বেশি আক্রান্ত সব এলাকা হবে রেড জোন; বন্ধ থাকবে সব ধরনের কাজকর্ম। ১৪ মার্চ থেকে ২১ দিনের লকডাউনের অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply