অভিযুক্ত ডিআইজি মিজানকে প্রত্যাহার

|

অস্ত্রের মুখে টিভি উপস্থাপিকাকে তুলে নিয়ে বিয়ে করাসহ নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে ডিআইজি মিজানুর রহমানকে প্রত্যাহার করেছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার দুপুরে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানিয়েছিলেন, পুলিশের আলোচিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে ও নির্যাতনের অভিযোগ তদন্তে কমিটি হচ্ছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মিজানুর রহমানের বিরুদ্ধে মরিয়ম আক্তার ইকো নামে এক নারী অভিযোগ করেছেন, তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে বিয়ে করেছেন মিজান। এরপর তাদের বিয়ের খবর জানিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করায় তার বিরুদ্ধে মামলা করেছেন আগে আরেক বিয়ে করা এই পুলিশ কর্মকর্তা। শুধু তাই নয়, বাড়াবাড়ি করলে ইকোকে হত্যার হুমকিও দিয়েছেন তিনি।

এদিকে, পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন) পদের একজন ব্যক্তির বিরুদ্ধে এমন নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় সমালোচনার ঝড় ওঠেছে। গণমাধ্যম ও সামাজিক যোগযোগ মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন নানা পেশার মানুষ।

ডিআইজি মিজানের অপকর্মের খবর  প্রকাশ করে যমুনা টেলিভিশন। এ সংক্রান্ত ভিডিও দেখতে ক্লিক করুন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply