আল্লামা শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল

|

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর খবর সঠিক নয়।

সোমবার সন্ধ্যায় হেফাজত আমিরের ছেলে ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থার উন্নতির দিকে। তিনি স্বাভাবিক রয়েছেন।

মাওলানা আনাস মাদানী আরও বলেন, আল্লামা আহমদ শফীর অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, তার অবস্থা আগের চেয়ে ভালো। তিনি আগের চাইতে এখন অনকেটা সুস্থতা অনুভব করছেন। অথচ একটি কুচক্রী মহল হেফাজত আমিরকে নিয়ে গুজব ছড়াচ্ছে, এটা খুবই দুঃখজনক।

প্রসঙ্গত, বমি, মাথাব্যথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যায় নিয়ে আল্লামা আহমদ শফী চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply