বরিশালে নার্সসহ তিনজন করোনায় আক্রান্ত, স্বাস্থ্য কমপ্লেক্স ‘লকডাউন’

|

বরিশাল ব্যুরো:

বরিশালে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, কর্মচারীসহ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় লকডাউন করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সকল চিকিৎসক, নার্স ও কর্মচারীদের। বাবুগঞ্জ উপজেলায় ঘটেছে এ ঘটনা। এনিয়ে বরিশাল জেলায় করোনা রোগী শনাক্ত হলো ৬ জন। এদের মধ্যে ১ জন গৌরনদী, ১ জন বাকেরগঞ্জ ও ১ জন মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাহিদ জানান, এক নারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হন স্বাস্থ্য কমপ্লেক্সে। তার সংস্পর্শে আসায় এক নার্স ও এক কর্মচারীর শরীরেও উপসর্গ দেখা দেয়।

রোববার তাদের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার বিকেলে তারা করোনা পজেটিভ বলে ল্যাব থেকে জানানো হয়। ওই নার্স ও কর্মচারী শারীরিকভাবে সুস্থ থাকায়, তাদের বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আর আক্রান্ত নারীকে শের-ই বাংলা মেডিকেলের করোনা ইউনিটে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply