ডোপ কেলেঙ্কারিতে ইউসুফ পাঠান নিষিদ্ধ

|

 

ডোপিং পরীক্ষায় পাস করতে না পারায় ভারতীয় অল-রাউন্ডার ইউসুফ পাঠানকে পাঁচ মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিসিআই।

এক বিবৃতি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, গত মার্চের ১৬ তারিখে একটি ঘরোয়া টি২০ টুর্নামেন্ট চলাকালে ইউসুফ পাঠানের দেওয়া মুত্রের নমুনায় ‘টার্বুটালিন’ পাওয়া গেছে। তাকে ডোপ আইন অমান্য করায় নিষিদ্ধ করা হলো।

বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ডব্লিউএডিএ) তালিকায় অনুসারে, টার্বুটালিন একটি নিষিদ্ধ ওষুধ। এটি খেলার আগে কিংবা পরে নেওয়া যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৭ অক্টোবর ডোপিং বিরোধী আইনের আওতায় জবাবদিহি করা হয়। পাঠান জানান, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত কারণে তিনি অসাবধানতাবশত টার্বুটালিন নিয়েছেন। বিসিসিআই তার জবাবে সন্তুষ্ট।

তবে, পাঠানের এ শাস্তি গত আগস্ট মাস থেকে কার্যকর হবে বিধায় তিনি চলতি মাসের ১৪ তারিখ থেকে আবারও মাঠে নামতে পারেবন।

পাঠানের আগে ২০১৩ ডোপ পরীক্ষায় পাস করতে পারেননি দিল্লির পেস বোলার প্রদীপ সাংওয়ান। তাকে দেড় বছরের জন্য বরখাস্ত করা হয়েছিল।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply