গত ২৪ ঘণ্টায় ২০৯ করোনা রোগী শনাক্ত, মৃত্যু আরও ৭ জনের

|

বাংলাদেশে 'ভিআইপিদের' করোনা চিকিৎসায় আলাদা হাসপাতাল

দেশে নতুন করে আরও ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৪৬ জন। মোট আক্রান্ত হয়েছেন ১০১২ জন। গত ২৪ ঘণ্টায় ১৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এরআগে গতকাল সোমবার দেশে ১৮২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ৫ জন।

এছাড়া করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের নিরাপদে অবস্থানের জন্য, রাজধানীর পাঁচ তারকা ও অভিজাত হোটেলের ৫৮০টি কক্ষ বরাদ্দ করা হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. আমিনুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যকর্মীদের অবস্থান বা কোয়ারেন্টাইনের জন্য ১৯টি হোটেলের কক্ষ বরাদ্দ করা হয়েছে। এসব হোটেলের মধ্যে আছে ঢাকা রিজেন্সি, প্যান প্যাসিফিক সোনারগাঁও, লা মিরিডিয়ান, রাজমনি ঈঁশা খা, হোটেল ৭১ ইত্যাদি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply