নববর্ষের দিনই হাজার ছাড়ালো করোনা শনাক্তের সংখ্যা; মৃত্যু সংখ্যাও সর্বোচ্চ

|

করোনাভাইরাসের কারণে পহেলা বৈশাখের মতো উৎসবমুখর দিন মাটি হয়ে গেছে। বাংলা নববর্ষের প্রথম দিনই দেশে করোনা শনাক্তের সংখ্যা হাজার ছড়ালো। করোনায় ঝরে পড়লো আরও ৭ প্রাণ যা দেশে পর্যন্ত একদিনে সর্বোচ্চ ঘোষিত মৃত্যু।

চিরায়ত পহেলা বৈশাখ এবার আর হলো না। রমনা-চারুকলায় ছিল না রঙ আর উৎসবের ছড়াছড়ি। বর্ণিল সাজে সেজে মণ্ডা-মিঠাই খাওয়ার বাঙালিয়ানা যেন ভোজবাজির মতো উবে দিয়েছে মহামারি করোনাভাইরাস। গ্লানি-জরার পাশাপাশি করোনা দুর্যোগ কেটে যাবে এই প্রার্থনা নিয়ে নতুন বছর শুরু করেছিল বাঙালি জাতি। কিন্তু বছরের প্রথম দিনই আরও ২০৯ জনের নতুন করে করোনা শনাক্তের কথা জানানো হলো। যা এ যাবৎকালে সর্বোচ্চ। ৭ জনের মৃত্যু সংবাদও সরকার ঘোষিত হিসেবে একদিনে সর্বোচ্চ। এত দুঃসংবাদের মাঝে নববর্ষের আমেজ কি আর থাকে? বাংলা নববর্ষের প্রথম দিনটি বোধহয় এরচেয়ে বাজেভাবে শুরু হতে পারতো না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply