মেহেরপুর প্রতিনিধি
করোনাভাইরাস রোধে সরকারি নির্দেশ অমান্য করে বাড়ির বাইরে বের হওয়া ও অযথা ঘোরাফেরার অপরাধে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১৬ জনকে জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে অভিযান শুরু করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি।
তিনি বলেন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর ও মোনাখালী বাজারে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও অযথা ঘোরাফেরা করার অপরাধে ১৬ জনকে জরিমানা করে ২ হাজার ৩০০ টাকা আদায় করা হয়েছে এবং দিনব্যাপী এই অভিযান চলবে বলেও জানান তিনি।
এ সময় ওইসব বাজারে করোনামুক্ত রাখতে সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং সকলকে সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন ।
Leave a reply