গত ২৪ ঘণ্টায় সাত হাজার প্রাণ কেড়েছে করোনা

|

দু’দিন কিছুটা কমার পর, আবারও বেড়েছে করোনাভাইরাসে প্রাণহানি ও সংক্রমণ। ২৪ ঘণ্টায় বিশ্বে সাত হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। রেকর্ড ২৪শ’ মৃত্যু হয়েছে, যুক্তরাষ্ট্রে।

এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা এখন প্রায় ২৬ হাজার। আক্রান্ত ছয় লাখ ১২ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রের পর মঙ্গলবার সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাজ্য-ফ্রান্স। মারা গেছেন ১৫শ’র বেশি মানুষ। ফলে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে ফ্রান্সে। যুক্তরাজ্যে এ সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার। দু’দেশে আক্রান্ত প্রায় আড়াই লাখ।

কঠোর লকডাউন সত্ত্বেও, বেলজিয়াম-জার্মানি-নেদারল্যান্ডসসহ ইউরোপের আরও কিছু দেশে ধীরে হলেও বাড়ছে মৃত্যু। তবে মহামারির ভয়াবহতম পর্যায় পার করে আসা ইতালি-স্পেনে পরিস্থিতির আরও উন্নতি হয়েছে।

সবমিলিয়ে কোভিড নাইনটিনে, সর্বমোট মৃত্যু এক লাখ ২৭ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছুঁইছুঁই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply