করোনাভাইরাস: নিজের সঞ্চয় থেকে ২৩ লক্ষ টাকা দান করলো ৯ বছর বয়সী শিশু

|

করোনাভাইরাস প্রতিরোধে এবার নিজের সঞ্চয় থেকে এক লক্ষ দিরহাম (২৩ লক্ষ টাকা) দান করলো সংযুক্ত আরব আমিরাতে ৯ বছর বয়সী শিশু মোহাম্মদ হামিদ আব্দুল হাকিম। খবর আরব আমিরাতি গণমাধ্যম খালিজ টাইমস এর।

মোহাম্মদ হামিদ আবদুল হাকিম ২০১১ সালে স্বাস্থ্যগত সমস্যা নিয়ে জন্ম নিয়েছিল ফলে তার হার্ট সার্জারির প্রয়োজন হয়েছিল। দেশটির কর্তৃপক্ষ তাকে সেসময় দেশের বাহিরে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেছিল।

পরবর্তীতে মোহাম্মদ হামিদ সুস্থ হয়ে অন্যান্য বাচ্চাদের মতোই স্বাভাবিক জীবন যাপন করতে শুরু করে। এখন সেই কৃতজ্ঞতা স্বরুপই হামিদ তার জমানো সঞ্চয় থেকে এ অর্থ দেশের চিকিৎসাখাতে দান করেন।

এক ভিডিও বার্তায় হামিদ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদকে ধন্যবাদ জানিয়ে বলেন যে সংযুক্ত আরব আমিরাতের জন্য তিনি অন্যান্য বাচ্চাদের মতো স্কুলে যেতে পেরেছিলেন। এসময় তিনি শেখ খলিফা এবং শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশও করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply