বকেয়া বেতনের দাবি ও শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে সাভারে বিক্ষোভ

|

বকেয়া বেতনের দাবি ও শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে সাভার ও আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা গুলোতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

শ্রমিকদের অভিযোগ, সাভার পৌর এলাকার ভাগলপুরে বেঙ্গল ফাইন সিরামিকস কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন না দিয়েই কারখানা বন্ধ ঘোষণা করেন। সকালে খবর পেয়ে ওই কারখানার শ্রমিকরা প্রধান ফটকে এসে বিক্ষোভ শুরু করে। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ শ্রমিকদের সড়িয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।

অন্যদিকে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে আশুলিয়ার জামগড়া ও জিরানী এলাকার একাধিক পোশাক কারখানায়ও শ্রমিক বিক্ষোভ করে।

ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা গুলোতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply