করোনায় মৃত ভেবে হাসপাতালের সামনে শ্রমিকের লাশ ফেলে গেলো সঙ্গীরা

|

রাজশাহীতে নগরীতে করোনা সন্দেহে সাদেক আলী নামের এক বালু শ্রমিকের মরদেহ বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফেলে চলে যায় তাঁর সঙ্গীরা। মঙ্গলবার মধ্য রাতে তাকে ফেলে যাওয়ার পর বুধবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন ধারণা করে স্থানীয়রা পুলিশে খবর দিলে চন্দ্রিমা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাক করে আসা কয়েকজন গভীর রাতে মৃত অবস্থায় ওই শ্রমিককে হাসপাতালে আনে। কর্তব্যরত চিকিৎসক মৃত ব্যক্তিকে গ্রহণ না করায় হাসপাতালের সামনে ফেলে যান সঙ্গীরা।

পুলিশের ভাষ্যমতে, পদ্মা নদী থেকে ট্রাকে করে বালু নিয়ে আসার সময় ওই শ্রমিক ট্রাকের ওপরে ছিলেন। ট্রাক থেকে পড়ে অথবা হার্ট অ্যাটাকে তার মৃত্যু ঘটেছে। এ ঘটনায় চন্দ্রিমা থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply