করোনায় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নামতে পারে ২ শতাংশে

|

করোনা মহামারির কারণে চলতি বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ শতাংশে নেমে আসবে পারে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

সংস্থাটি জানায় করোণার কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি কমবে অন্তত তিন শতাংশ। বৈশ্বিক মহামারি দীর্ঘায়িত হলে ২০২১ সালে পরিস্থিতি আরও খারাপ হবে বলেও হুঁশিয়ারি সংস্থাটির।

মঙ্গলবার ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২০, দ্য গ্রেট লকডাউন’ প্রতিবেদন প্রকাশ করে আইএমএফ। এতে বিভিন্ন দেশের ২০২০ সালে প্রবৃদ্ধি কতো হতে পারে, সে আভাস দেয়া হয়। বলা হয়, চলতি বছরে বৈশ্বিক প্রবৃদ্ধি কমবে অন্তত ৩ শতাংশ। তবে অর্থনীতি স্বাভাবিক অবস্থায় গেলে ২০২১ সালে প্রবৃদ্ধি বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হতে পারে। কিন্তু সবটাই নির্ভর করছে মহামারির ব্যাপ্তির ওপর।

করোনাভাইরাসের কারণে এ বছর যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, যুক্তরাজ্যসহ বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো পাঁচ থেকে সাত শতাংশ প্রবৃদ্ধি হারাবে বলে মনে করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply