৫ সেকেন্ডেই করোনা শনাক্ত, ইরানের যুগান্তকারী আবিষ্কারের ঘোষণা

|

কোন ধরনের রক্তপরীক্ষা করা ছাড়াই করোনাভাইরাস শনাক্ত করা যাবে মাত্র ৫ সেকেন্ডেই। এমনটাই জানালেন ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি। খবর ইরনা, উর্দু পয়েন্ট, আইএফপি নিউজ।

বুধবার এক অনুষ্ঠানে নতুন করোনা পরীক্ষা মেশিন উন্মোচন করে ইরান। সেখানে এই যন্ত্র আবিষ্কারের কথা জানানো হয়।

এ সময় মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, এই যন্ত্রে এক ধরনের চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে যা একশ মিটার ব্যাসার্ধের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করতে পারে। করোনা রোগীদের জন্য রক্তের পরীক্ষা করার প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, এই যন্ত্রটি বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। ৮০ শতাংশ কার্যকর এটা প্রমাণিত হয়েছে।

আরও জানা যায়, এই যন্ত্রে যেকোন ভাইরাস শনাক্ত করা যায়, পরীক্ষা নিরীক্ষা করে আরও উন্নত করা হবেও জানান মেজর জেনারেল হোসেইন সালামি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply