নেত্রকোণায় শিশুসহ আজ আক্রান্ত তিন: মোট শনাক্ত ১৬

|

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:

নেত্রকোণায় নতুন করে শিশুসহ ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আজ পর্যন্ত নেত্রকোণা জেলায় মোট ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছে।

আক্রান্তরা হলেন নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ৫ বছরের এক কন্যাশিশু, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের কোনিয়াহাটি গ্রামের ২৭ বছর বয়সের পুরুষ এবং খালিয়াজুরী উপজেলার পাঁচহাট গ্রামের ৪৫ বছরের ১ জন মহিলা।

এনিয়ে গত ছয় দিনের ব্যবধানে মোট ষোলো জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এগারো জন পোশাককর্মী, এক শিশু, একজন করে নার্স ও এনজিওকর্মী রয়েছেন। বুধবার সন্ধায় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় ওই তিন জনের শরীরে করোনা ধরা পড়ে।

এর আগে বারহাট্টা উপজেলার দেওপুর গ্রামে পাঁচ জন, একই উপজেলার সাহতা গ্রামের একজন করোনা শনাক্ত হয়। অন্যদিকে খালিয়াজুরীর জগন্নাথপুর গ্রামের আরও একজন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা প্রত্যেকেই নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।

জেলা সিভিল সার্জন মোঃ তাজুল ইসলাম খান জানান, বুধবার সন্ধায় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply