শরীয়তপুরে আরও এক ব্যক্তি করোনা আক্রান্ত

|

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে নতুন করে আরও একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের বাসিন্দা। এ নিয়ে শরীয়তপুরে ৫ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জয়নগরের ওই ব্যক্তি ঢাকা থেকে এসেছিলেন। ১৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। বুধবার রাত সাড়ে ১১টায় আইইডিসিআর এর প্রতিবেদন পাওয়া যায়। এতে ওই ব্যক্তির দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জাজিরায় দু’জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য এর আগে ১৩ এপ্রিল একদিনে ৪ ব্যক্তি করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট ৫ জন ব্যক্তি শরীয়তপুরে করোনা আক্রান্ত পাওয়া গেছে।

এছাড়া নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ৯০ বছর বয়সী আমান উল্লাহ বেপারী নামে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত ৫০ জনের নমুনা পাঠানো হয়েছে যার মধ্যে ৪৫ জনের ফলাফল নেগেটিভ পাওয়া গেছে।

এদিকে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে শরীয়তপুর অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন জেলা প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply