রাজবাড়ীতে আরও ১ জন করোনা আক্রান্ত

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে আরও একজনের নমুনা পজিটিভ হিসেবে ফলাফল এসেছে। তার বাড়ি রাজবাড়ীর পাংশায়। সে বর্তমানে বাড়িতেই আছেন। তাকে আইসোলেশন সেন্টারে আনা হবে বলে জানিয়েছেন রাজবাড়ী সিভিল সার্জন।

বুধবার রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো: নুরুল ইসলাম।

তিনি জানান, করোনার উপসর্গ থাকায় কয়েকদিন আগে তার নমুনা নিয়ে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছিল। বুধবার তার ফলাফল এসেছে তাতে সে করোনা আক্রান্ত।

এ নিয়ে রাজবাড়ীতে মোট ৬ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। বর্তমানে রাজবাড়ীর আইসোলেশন সেন্টারে ৫ জন চিকিৎসাধীন আছে। তারা সবাই সুস্থ আছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply