প্যারিসের শহরতলির বাসিন্দারা সম্প্রতি দেখতে পান রাস্তার মধ্যে ছুটে বেড়াচ্ছে দুটি ঘোড়া ও একটি জেব্রা। সেই দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই চমকে যান তাঁরা। সেই দৃশ্য তাঁরা ক্যামেরাবন্দিও করেন ।
স্থানীয় সংবাদ মাধ্যেম থেকে জানা যায়, একটি সার্কাসের তাঁবু থেকেই বেরিয়ে চলে আসে ওই তিনটি প্রাণী। তার পর রাস্তা দিয়ে ছুটতে শুরু করে তারা। প্যারিসের শহরতলির ওরমেসন-সুর-মারনেতে রয়েছে বাদিন সার্কাস। সেখান থেকে বেরিয়ে রাস্তায় ঘুরতে থাকে প্রাণীগুলো।
যদিও সার্কাসের তাবু থেকে খুব দূরে চলে যায়নি ওই দুটি ঘোড়া ও জেব্রা। তাদের ধরে ফের সার্কাসের তাঁবুতে ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন বাদিন সার্কাসের মালিক।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
Leave a reply