পিৎজা ডেলিভারি বয় করোনা আক্রান্ত, ৭২পরিবার কোয়ারান্টাইনে

|

পিৎজা ডেলিভারি বয় করোনা আক্রান্ত হওয়ায় ৭২ পরিবারকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এ ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে।

জানা যায়, জোমাটোর ১৯ বছর বয়সী এক পিৎজা ডেলিভারি বয়ের শরীরে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে দিল্লিতে। দক্ষিণ দিল্লির ওই জোমাটো ডেলিভারি বয় সাম্প্রতিক সময়ে মোট ৭২ টি পরিবারকে খাবার সরবরাহ করেছিলেন।

ওই তরুণ শেষ ১৫ দিন অর্থাৎ ১২ এপ্রিল পর্যন্ত তিনি দক্ষিণ দিল্লির বিভিন্ন এলাকার ৭২ টি পরিবারকে খাবার পৌঁছে দেন। ফলে ওই পরিবারগুলোকেও কোয়ারান্টাইন করে রাখা হয়েছে এবং তাদের কারও শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে কিনা সেই দিকে নজর রাখা হচ্ছে।

এদিকে করোনা আক্রান্ত ওই ডেলিভারি বয়কে দিল্লির আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ওই ডেলিভারি বয়ের সংস্পর্শে আসা ২০ জন সহকর্মীকেও দিল্লিতে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে, তাঁদের শরীরেও সংক্রমণ ছড়িয়েছে কিনা হবে পরীক্ষা।

এক বিবৃতিতে ফুড ডেলিভারি জায়ান্ট জোমাটো জানিয়েছে, ওই ডেলিভারি বয়ের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। সন্দেহ করা হচ্ছে যে কোনও আক্রান্ত পরিবারে পিৎজা দেওয়ার সময়েই তাঁর শরীরে ওই রোগটি বাসা বাঁধে।

সূত্র: এনডিটিভি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply