আড়িয়াল বিলের ধান পেকেছে; কাটা যাচ্ছে না শ্রমিকের অভাবে

|

আহা ধান!

আড়িয়াল বিলের ধান পেকে গেছে। করোনা দুর্যোগের মাঝে আশার কথা- এবার ফলন ভালো হয়েছে। কিন্তু শ্রমিকের অভাবে কাটা যাচ্ছে না সোনালি ধান। এক ফসলী জমিতে বোরো ধান হয়। পুরো বিলে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ধান হয়েছে। এক সপ্তাহের মধ্যে কাটতে হবে ধান। দেরি করলে বৈশাখী ঝড়, শিলাবৃষ্টিতে নষ্ট হতে পারে ধান। ধলেশ্বরী, পদ্মার পানি উঠে আসতে পারে।

মাড়াই, সেদ্ধ, শুকানোর জন্য ধানের খোলা তৈরির কাজ চলছে। কৃষি বিভাগ চেষ্টা করছে শ্রমিক জোগাড় করার। পাশাপাশি, যান্ত্রিক সহযোগিতা দেওয়ার পরিকল্পনা তাদের। তবে যাদের পরিশ্রমের ফসল এই ধান, আড়িয়াল বিলের সেই কৃষকরা ফসল না তোলা পর্যন্ত কীভাবে চিন্তামুক্ত হবেন? কৃষক কি তা পারেন? আড়িয়াল বিলের পরিস্থিতি ঘুরে দেখেছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন-উল হাকিম। পাঠকদের জন্য তুলেছেন ছবিও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply