মিয়ানমারের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

|

মিয়ানমারের ফালাম এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্পে চট্টগ্রাম, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ২২ দশমিক ৮ ডিগ্রি উত্তরাংশ ৯৪ দশমিক ২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

ওই এলাকার অবস্থান বাংলাদেশের ঢাকা থেকে ৩৬১ কিলোমিটার পূর্বে, চট্টগ্রাম থেকে ২১৮ কিলোমিটার পূর্বে।

দেশের তিন পার্বত্য জেলা, চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন প্রতিনিধিরা। কম্পন অনুভূত হয়েছে রাজধানী ঢাকাতেও।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply