উত্তর কোরিয়ার করোনা মোকাবেলার রহস্য

|

In this photo provided by the North Korean government, North Korean leader Kim Jong Un inspects a military drill at undisclosed location in North Korea on Monday, March 2, 2020. Independent journalists were not given access to cover the event depicted in this image distributed by the North Korean government. The content of this image is as provided and cannot be independently verified. Korean language watermark on image as provided by source reads: "KCNA" which is the abbreviation for Korean Central News Agency. (Korean Central News Agency/Korea News Service via AP)

করোনাভাইরাসের থাবায় উন্নত দেশগুলো যখন রীতিমত নাকানি-চুবানি খাচ্ছে পরিস্থিতি সামাল দিতে; সেখানে নির্বিকার উত্তর কোরিয়া। একের পর এক মিসমাইল পরীক্ষা করছে পিয়ংইয়ং। গেলো মাসে চার দফায় ৯টি মিসাইল পরীক্ষা করেছে কিম জং উনের দেশ। চলতি মাসেও জাপান সাগরে বেশ কয়েকটি ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপন করেছে দেশটি। চীনের প্রতিবেশি উত্তর কোরিয়ার দাবি তারা এখনও করোনা মুক্ত। যা অনেকের কাছে রাহস্যময়।

শুধু মিসাইলই নয়, চলছে সেনা মহড়াও। পিয়ংইয়ং এর দাবি, আগে ভাগে কঠোর অবস্থান নেয়ার কারণেই করোনাভাইরাস আঘাত হানতে পারেনি দেশটিতে।

উত্তর কোরিয়ার মহামারি প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ পাক মিয়ং সু বলেন, শুরু থেকেই আমরা বিজ্ঞান সম্মত পদ্ধিতে এগিয়েছি। বিশ্বে প্রথম করোনা শনাক্তের পর দেশে যতজন ঢুকেছে সবাইকে কোয়ারেন্টাইন করেছি। এছাড়া আমাদানি কৃত সব পণ্য জীবানুমুক্ত করে নামানো হয়েছে। পাশাপাশি, দ্রুতই সীমান্ত এবং বিমান চলাচলাও বন্ধের মতো পদক্ষেপ নেই। এ জন্যই একজনও আক্রান্ত হয়নি করোনায়।

কোভিড নাইনটিনের কারণে অনেকটা পরিষ্কার হয়ে গেছে বিশ্বে স্বাস্থ্য খাতের বেহাল দশা। এখন উত্তর কোরিয়া তথ্য গোপন করছে কিনা সেই শঙ্কা রয়েছে বাকি বিশ্বের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply