করোনা মোকাবেলায় দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর, ডাক্তার মঈনের মৃত্যুই তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার সকালে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
তিনি বলেন, মন্ত্রীদের কথাবার্তায় মনে হচ্ছে না তারা করোনাভাইরাস মোকাবেলায় যথেষ্ট তৎপর। করোনা পরিস্থিতিতে বিএনপি কিছু করছে না, তথ্যমন্ত্রীর এমন বক্তব্য ভুল বলেও মন্তব্য করেন ফখরুল।
এছাড়া, প্রধানমন্ত্রী ঘোষিত ৯৫ হাজার ৬১৯ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজটি বড় হলেও তা শুভংকরের ফাঁকি বলে দাবি করেন বিএনপি মহাসচিব। তাই সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে দিনমজুরদের ঘরে খাবার পৌছে দেওয়ার আহবানও জানান তিনি।
Leave a reply