নওগাঁয় জ্বর-শ্বাসকষ্টে একজনের মৃত্যু

|

নওগাঁয় জ্বরও শ্বাসকষ্টে মাহাবুব আলম নামের ঢাকা ফেরত এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বয়স ৬০ বছর।

শুক্রবার সকালে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত মাহাবুব নওগাঁ সদর উপজেলার চকদেব জনকল্যাণ পাড়ার মোহাম্মদ আলীর পুত্র।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর মুর্শেদ জানান, মাহবুব ঢাকার একটি বে-সরকারী কোম্পানিতে চাকুরী করতেন। গত ১৫ এপ্রিল তিনি নওগাঁয় আসেন। ঢাকা থেকেই জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বিষয়টি জানার পর গতকাল ১৬ এপ্রিল বিকেলে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি আগে থেকেই অ্যাজমা সমস্যায় ভুগছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পরই জানা যাবে। ওই পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

মৃত মাহবুব আলীর মৃতদেহ জেলা প্রশাসকের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হবে বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply