বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু প্রায় সাড়ে ৭ হাজার

|

বিশ্বজুড়ে করোনায় মৃত্যুহার কমতে শুরু করেছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা দেড় লাখ ছাড়ালো; আক্রান্ত সাড়ে ২২ লাখ মানুষ। গেলো ২৪ ঘণ্টায় অন্তত সাড়ে ৭ হাজার মানুষের প্রাণ কেড়েছে কোভিড নাইনটিন। নতুন করে, আরও ৮৫ হাজার মানুষের শরীরে নিশ্চিত হয়েছে ভাইরাসটির উপস্থিতি।

একদিনে, যুক্তরাষ্ট্রেই আড়াই হাজারের বেশি মানুষ মারা গেছেন করোনায়। নতুন করে আক্রান্ত ৩১ হাজারের বেশি মার্কিনী।

২৪ ঘণ্টায় ৮শ’র বেশি মৃত্যু দেখেছে ব্রিটেন। ফ্রান্সেও মৃত্যু হয়েছে প্রায় আটশ’ মানুষের। স্পেন-ইতালিতেও লম্বা হচ্ছে লাশের মিছিল। তবে, এ দুই দেশে নতুন সংক্রমণের হার কমেছে অনেকটা।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, এখন পর্যন্ত নিরাপদ থাকলেও করোনার পরবর্তী হটস্পট হতে পারে আফ্রিকার দেশগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply