হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ২ জনের মৃত্যু

|

নেত্রকোণার মদন উপজেলার গোবিন্দশ্রী বিজ্জয়াইল হাওরে শনিবার সকাল সাড়ে দশটার দিকে কৃষক ইয়াহিয়া (২৫) ও রায়হান (৯) নামের এক শিশু বজ্রপাতে নিহত হয়েছে। এ সময় আরো ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, নিহত ইয়াসিন মদন উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরিয়া গ্রামের (রাজালীকান্দা পশ্চিম পাড়ার) মন্জুরুল হকের ছেলে ও নিহত রায়হান একই গ্রামের সেলিম মিয়ার ছেলে। এসময় বজ্রপাতে আহত টিপন (২৭), ইসলাম (২২) ও দুর্জয় (৯) কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, চলমান করোনা প্রাদূর্ভাবে বোরো ফসল কাটতে শ্রমিক সংকট থাকায় শনিবার সকালে গোবিন্দশ্রী গ্রামের সামনের বিজ্জয়াইল হাওরে ধান কাটতে যায় ইয়াহিয়াসহ বাকী আহতরা। সকালের খাবারের সময় হলে বাবা সেলিমের জন্য ভাত নিয়ে হাওরে যায় শিশু রায়হান। তখন বজ্রপাতে ইয়াহিয়া, টিপন,ইসলাম,দুর্জয়, আহত হলে লোকজন তাদের উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। মদন হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমি আক্তার ইয়াহিয়াকে মৃত ঘোষণা করেন। শিশু রায়হান ঘটনাস্থলেই মারা যায় বলে নিশ্চিত করেছেন তার বাবা সেলিম মিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply