বরগুনা জেলা লকডাউন ঘোষণা

|

বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত বরগুনায় ৯ জন করোনা শনাক্ত হয়েছেন। ভাইরাস প্রতিরোধের লক্ষে গঠিত বরগুনা জেলা কমিটি সকাল ১০টায় জেলা প্রশাসকের সিদ্ধান্তের আলোকে ও জেলা সিভিল সার্জনের সুপারিশ ক্রমে করোনা সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় বরগুনা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনসাধারণের আঞ্চলিক মহাসড়ক ও নৌ পথে প্রবেশ করতে পারবে না। এমনকি জেলা থেকে কেউ প্রবেশ কিংবা অন্য জেলায় যাতায়াত করতে পারবে না। এ লকডাউনের কার্যকারিতা শুরু হয় শনিবার দুপুর ২টা থেকে।

দুপুর ১টায় বাজার ঘুরে দেখা গেছে অসংখ্য মানুষের ভিড়, বিক্রেতা দোকানের শাটার অল্প উঠিয়ে ক্রয়-বিক্রয় করছে।

বরগুনা শহরের কাঁচাবাজার জেলা স্কুলে স্থানান্তর করলে সেখানের বাজার ঠিক ১২টায় বন্ধ হয়ে গেছে কিন্তু শহরের মধ্যের চিত্র একেবারেই ভিন্ন। বাজারের লোকজনের ভিড় কমাতে বা সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি প্রশাসনের কাউকেই। বাজারে আসা লোকেরা বলছে তারা আসন্ন রমজান উপলক্ষে বাজার করতে এসেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply