২ রাজাকারের ফাঁসি, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

|

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের ২ রাজাকারের ফাঁসি ও ৩ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আছেন মৌলভীবাজারের নেসার আলী ও উজের আহমেদ চৌধুরী।

সকাল পৌণে এগারোটার দিকে ২০২ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রায়ের দিন ধার্য রাখেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া ও ইউনুস আহমেদ।

ইউনুস আহমেদ ও উজের আহমেদ চৌধুরী ছাড়া বাকি তিন আসামি পলাতক রয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন- প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও প্রসিকিউটর তাপস কান্তি বল। এই আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের মোট পাঁচটি অভিযোগ রয়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply