গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও সাড়ে ৬ হাজার মানুষ মারা গেছে করোনাভাইরাসে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৬০ হাজার। আক্রান্ত সাড়ে ২৩ লাখ।
একদিনে, নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮১ হাজারের বেশি মানুষের শরীরে। গেল দু’দিন লাফিয়ে বাড়ার পর, নতুন সংক্রমণ ও প্রাণহানি কিছুটা কমেছে। রোববারও সর্বাধিক মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। প্রাণ হারিয়েছেন প্রায় ১৯শ’। দেশটিতে মোট মৃত্যু ৪০ হাজারের কাছাকাছি।
মহামারির আরেক কেন্দ্র ইউরোপে এদিন মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজারের বেশি মানুষের। সব মিলিয়ে অঞ্চলটিতে মৃতের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই। তৃতীয় দেশ হিসেবে স্পেনে প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে।
ফ্রান্সেও এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ১৯ হাজার জনের। নতুন করে ৯শ’ প্রাণহানির পর, যুক্তরাজ্যেও মৃতের সংখ্যা ছাড়ালো ১৫ হাজার।
Leave a reply