স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সায়মা আক্তার (৮) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়িতে ওই শিশুটি মারা যায়। সে ওই গ্রামের নুর ইসলাম শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশুর পিতা নুর ইসলাম শেখ ৭/৮ দিন আগে ঢাকা থেকে বাড়িতে এসেছেন। তিনি ঢাকায় একটি মসজিদে ইমামতি করেন।
টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ওই শিশুটি ৬/৭ দিন ধরে জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাস কষ্টে ভুগছিলো বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আজ রোববার সকালে সে করোনা উপসর্গ নিয়ে মারা যায়। ওই শিশু ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ এবং পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
Leave a reply