করোনায় পুরুষরা কেন বেশি মারা যাচ্ছে?

|

চীনে গেল ১০ দিনে করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি।

সারা বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বিশ্লেষণে দেখা গেছে, করোনাভাইরাসে নারীর চেয়ে পুরুষের মৃত্যুহার বেশি।

করোনাভাইরাসের খবর দেয়া ওয়ার্ল্ডোমিটার বলছে, এক নিউইয়র্ক সিটিতেই ১৪ই এপ্রিল পর্যন্ত প্রায় ৬৬০০ জন মারা গেছে তার ৬২ শতাংশই পুরুষ। চীনে যত নারী মারা গেছে তার প্রায় দ্বিগুন মারা গেছে পুরুষ। ইটালিতে মোট মৃতের ৭০ শতাংশ পুরুষ। দক্ষিণ কোরিয়ায় ৫৪ শতাংশ।

পুরুষের মৃত্যু হার বেশি হওয়ার কারণ বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ স্কুলের অধ্যাপক সাবরা ক্লেইন বলেন, সত্যি কথা বলতে গেলে বলতে হবে যে ঠিক কেন কোভিড-১৯ নারীর তুলনায় পুরুষদের ওপর বেশি চড়াও হচ্ছে, তা আমরা বলতে পারবো না। শুধু এটা বলতে পারি যে বেশি বয়স্ক হওয়ার সাথে সাথে পুরুষ হওয়ার কারণেও ঝুঁকি বাড়ে।’

শুধু করোনাভাইরাসই নয়, সাম্প্রতিক সময়ে আরো যেসব মহামারি দেখা দিয়েছে (সার্স, মার্স), তখনও দেখা গেছে আক্রান্ত হয়ে মারা গেছে পুরুষরাই বেশি।

কেন করোনাভাইরাস এই লিঙ্গ-বৈষম্য করছে তার কিছু ব্যাখ্যা অবশ্য গবেষক এবং চিকিৎসকরা দিচ্ছেন, তবে সেগুলো এখনও সাধারণ ধারণাপ্রসূত, গবেষণালব্ধ নয়।

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট অ্যাঙ্গেলা রাসমুসেন বলেন, সারা বিশ্বের জনগণনার পরিসংখ্যানও বলে যে এমনিতেই পুরুষের স্বাস্থ্য ঝুঁকি তুলনামুলকভাবে বেশী।

যেসব দেশে করেনাভাইরাস সবচেয়ে বেশি আক্রমণ করেছে, সেগুলোর অনেকগুলাতেই (ইটালি, চীন, দক্ষিণ কোরিয়া) পুরুষের চেয়ে নারীর আয়ু বেশি।

অধিকাংশ বিশেষজ্ঞের মত হলো, পুরুষের লাইফস্টাইল (জীবণযাপনের পদ্ধতি) এর পেছনে কাজ করছে।

যেমন, নারীর তুলনায় পুরুষের জীবনযাপনে শৃঙ্খলা কম। তারা বেশি ধূমপান করে, বেশি মদ পান করে, আর এ কারণে হৃদরোগ, ক্যান্সার বা ডায়াবেটিস বা ফুসফুসের প্রদাহে বেশি ভোগে পুরুষ। ফলে করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকিও তাদের বেশি, কারণ যাদেরই শরীরে আগে থেকেই অন্য কোনো কঠিন রোগ রয়েছে, তারাই কোভিড-১৯ এ মারা যাচ্ছে বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে দেখা গেছে চীনে ১৫ বছরের বেশি বয়সের পুরুষের ৪৮ শতাংশই ধূমপান করে যেখানে নারীর ধূমপায়ীর সংখ্যা মাত্র দুই শতাংশ।

অনেক গবেষক বলছেন, নারী ও পুরুষের মধ্যে শরীরতাত্বিক কিছু ব্যবধানও এর পেছনে কাজ করে থাকতে পারে। হরমোনের পার্থক্যের ভূমিকা থাকতে পারে। গবেষণায় দেখা গেছে নারীর দেহকোষে রোগ প্রতিরোধের ক্ষমতা অপেক্ষাকৃত বেশি।

সূত্র: বিবিসি বাংলা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply