করোনা রোধে ‘ট্রিবই’ মাস্কের আবিষ্কার!

|

করোনা রুখতে বিশ্বব্যাপী ব্যবহার করা হচ্ছে মাস্ক। তবে, এন-৯৫ বা সার্জিক্যাল মাস্কই পরতে হবে এমন কোন কথা নয়, বরং ঘরে তৈরি সুতির মাস্কও ব্যবহার করা যাবে।

কিন্তু যে মাস্ক বেশিরভাগ মানুষ ব্যবহার করছেন, তা কি করোনা রোধে যথেষ্ট?

সন্দিহান অনেকেই।

এই অবস্থায় পরিস্থিতি কিছুটা সহজ করেছেন বেঙ্গালুরুর একদল বিজ্ঞানী।

বেঙ্গালুরুর এই বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ইলেকট্রনিক্স মাস্ক। যার পোশাকি নাম ট্রিবই (TriboE)। বিজ্ঞানীদের দাবি, এই মাস্কটি একবার চার্জ দিয়ে পরে নিলে আর করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না।

বেঙ্গালুরুর সিইএএনএস রিসার্চ সেন্টারের ডিএসটির বিজ্ঞানীরা এই অভাবনীয় মাস্কটি তৈরি করেছেন।

ওই বিজ্ঞানীদের একজন জানিয়েছেন, দুটি অপরিচালকারী স্তর ঘর্ষণের ফলে যে পজিটিভ ও নেগেটিভ শক্তি উৎপন্ন হয় তা মাস্কে বেশ কিছুক্ষণ থেকে যায়। সেই শক্তি তখন মাস্কের সর্বত্র ছড়িয়ে মাস্কটিকে সংক্রমণ রোধে সাহায্য করে।

সূত্র: এই সময়


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply