সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় আরও ৫৯৬ জনের করোনা শনাক্ত

|

করোনায় যুক্তরাষ্ট্রে আরও ৭ প্রবাসী বাংলাদেশির মৃত্যু। ছবি: প্রতিকী

সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় আরও ৫৯৬ জনের শরীরে মিললো করোনাভাইরাসের উপস্থিতি। যারমাঝে, বিদেশি শ্রমিকদের সংখ্যাই বেশি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, নতুনভাবে শনাক্ত করোনা সংক্রমিতদের মধ্যে মাত্র ২৩ জন সিঙ্গাপুরের নাগরিক। বাকিদের মধ্যে ৫৪৪ জন বিদেশি শ্রমিকদের জন্য ব্যবহৃত ডরমিটরির বাসিন্দা; যাদের বেশিরভাগই বাংলাদেশি।

ডরমিটরির বাইরে ওয়ার্ক পারমিট হোল্ডার ২২ জনের শরীরে মিলেছে কোভিড নাইনটিনের উপস্থিতি। প্রাণঘাতী মহামারির বিস্তার ঠেকাতে, শ্রমিকদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত আরও ৫টি ডরমিটরিকে আইসোলেট ঘোষণা করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

শুধু তাই নয়, ওয়ার্ক পারমিট এবং এস-পাস রয়েছে এমন শ্রমিকদের ৪ মে পর্যন্ত ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত সাড়ে ৬ হাজারের বেশি, মারা গেছেন ১১ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply