ফুটবল কিংবদন্তিরা অভিবাদন জানালেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের

|

জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে যাওয়া ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়েছেন ফুটবল কিংবদন্তিরা। ছবি সংগৃহীত

করোনাভাইরাসের এই কঠিন সময়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে যাচ্ছেন সেসব ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়েছেন ফুটবল কিংবদন্তিরা। তাদের এ কাজে সহযোগিতা করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।

ফিফা জানায়, সারা বিশ্বে করোনায় আক্রান্ত রোগীদের জন্য যারা নিঃস্বার্থভাবে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়ে, তাদের প্রতি অশেষ ধন্যবাদ ও অসীম কৃতজ্ঞতা। ফুটবল আপনাদের মনে রাখবে চিরদিন। আপনাদের পাশে থাকবে। সমর্থন দেবে।

স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানাতে একটি ভিডিও পোস্ট করেছে ফিফা। তাতে অংশ নেন ফুটবলের কালো মানিক পেলে থেকে শুরু করে আর্জেন্টাইন নক্ষত্র ডিয়েগো ম্যারাডোনা এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।

ভিডিওতে দেখা যায়, নিজ নিজ বাসা থেকে ফুটবলের মহাতারকারা বিশ্বময় নিরলস কাজ করে যাওয়া চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীদের সালাম জানাচ্ছেন।

ভিডিওতে আরও অংশ নেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামসহ আরও অনেক তারকা ফুটবলার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply