গোপালগঞ্জে লকডাউন অমান্য করে দোকান খোলায় জরিমানা ৪ লক্ষ ৮০ হাজার টাকা

|

লকডাউন অমান্য করে গোপালগঞ্জে দোকান খোলার অপরাধে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রমমাণ আদালত।

স্টাফ রিপোর্টার,গোপালগঞ্জ:

লকডাউন অমান্য করে গোপালগঞ্জে দোকান খোলার অপরাধে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রমমাণ আদালত।

সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু এ জরিমানা করেন। তিনি জানান, লকডাউন অমান্য করে গোপালগঞ্জ শহরের বেশ কিছু অসাধু ব্যবসায়ী দোকান খোলা রেখে ব্যবসা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রমমাণ আদালত।

এ সময় জেলা শহরের সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ দাড়িয়ার ব্যবসা প্রতিষ্ঠান রড ও টিনের দোকান মেসার্স ফরিদ আহম্মদ ট্রেডাস, মেসার্স সৌরভ ট্রেডার্স ও ভূঁইয়া ট্রেডার্সকে এক লক্ষ টাকা করে এবং মা ক্লথ স্টোরকে ৫০ হাজার টাকাসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ৮০ হাজার
টাকা জরিমানা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply