কোহলিকে ওপেন চ্যালেঞ্জ সাকলায়েন মুশতাকের

|

করোনার কারণে এখন ক্রিকেট পুরোপুরি বন্ধ। বিশ্বজুড়ে ২২ গজে তালা ঝুলছে। প্রাণঘাতী ভাইরাসের থাবায় থরিহরি অবস্থা। চলছে প্রাণ বাঁচানোর ইঁদুর দৌড় খেলা।

সংক্রমণ থেকে বাঁচতে একমাত্র উপায় ঘরে বন্দি থাকা। গোটা বিশ্বে করোনার তাণ্ডব দৃশ্যমান। কঠিন এ দুঃসময়ে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাকিস্তানের ঘূর্ণি জাদুকর সাকলায়েন মুশতাক।

ভারতের ব্যাটিং মায়েস্ত্রোকে করোনাপরবর্তী সময় ‘একবার সামনে পেলে দেখিয়ে দিতাম’ গোছের বার্তা দিয়ে রাখলেন তিনি।

নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা অফস্পিনার ছিলেন সাকলায়েন। মাঠে ব্যাটসম্যানদের জন্য রীতিমতো ত্রাস ছিলেন তিনি। একা হাতে ম্যাচ বের করতে সিদ্ধহস্ত ছিলেন দুসরার জনক।

সেই বিষাক্ত বোলিংয়ের মতো পুরনো মেজাজটা এখনও ধরে রেখেছেন সাকলায়েন। বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি। তাকে এখনও নাচিয়ে ছাড়তে পারবেন বলে হুঙ্কার ছুড়লেন তিনি।

শুধু তাই নয়, কোহলির বিরুদ্ধে কোনো দিন বোলিং করার সুযোগ পেলে তাকে আউট করবেন বলে সাফ জানিয়েছেন সাকলায়েন।

তিনি বলেন, এখনকার বোলারদের মধ্যে কোহলি কিংবা ডেভিড ওয়ার্নারদের আউট করতে পারার মতো আত্মবিশ্বাস নেই। আমি জো রুট, বেন স্টোকসদের বিরুদ্ধে বল করেছি। বয়সের কারণে হয়তো এখন ম্যাচ খেলতে নামা হবে না। তবে নেটে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাটের বিপক্ষে বল করলে তাকে আউট করতে পারব আশা করি।

ভবিষ্যতে কোহলির বিরুদ্ধে সাকলায়েনকে কোনো দিন বোলিং করতে দেখা যাবে কিনা তা কারও জানা নেই। তবে ৪৩ বছর বয়সী পাক কিংবদন্তির এ আত্মবিশ্বাস তরুণ বোলারদের বিরাট-ওয়ার্নারদের বিরুদ্ধে চোখে চোখ রেখে বোলিং করার সাহস জোগাতে পারে।

তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া/আনন্দবাজার


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply