দেশে গতকাল রোববার পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪৫৬ জন, মোট মারা গেছেন ৯১ জন। এরই মধ্যে দেশের ৫৫ জেলায় করোনা ছড়িয়ে পড়েছে। তবে কয়েকটি জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে একশ’র ওপরে।
জেলাগুলো হলো-নারায়ণগঞ্জে ৩৮৬ জন, গাজীপুরে ১৭৩ জন, নরসিংদীতে ১০৫ জন। এ ছাড়া কিশোরগঞ্জে হঠাৎ সংক্রমণ বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে।
এদিকে ঢাকা শহরে ৯৭৪ জন শনাক্ত হয়েছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী রোববার রাত পর্যন্ত ৩৩ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
ঢাকা বিভাগ
ঢাকা জেলায় ৪০, নারায়ণগঞ্জ ৩৮৬, গাজীপুর ১৭৩, কিশোরগঞ্জ ৭৭, মাদারীপুর ২৬, মানিকগঞ্জ ৬, মুন্সীগঞ্জ ৩৩, নরসিংদী ১০৫, রাজবাড়ী ৭, ফরিদপুর ৪, টাঙ্গাইল ১০, শরীয়তপুর ৭, গোপালগঞ্জ ২১।
চট্টগ্রাম বিভাগ : চট্টগ্রাম ৩৯, কক্সাবাজার ১, কুমিল্লা ১৯, ব্রাহ্মণবাড়িয়া ১১, লক্ষ্মীপুর ২১, বান্দরবান ১, নোয়াখালী ৩, ফেনী ২, চাঁদপুর ৮।
সিলেট বিভাগ : মৌলভীবাজার ২, সুনামগঞ্জ ১, হবিগঞ্জ ১, সিলেট ৩।
রংপুর বিভাগ : রংপুর ৫, গাইবান্ধা ১২, নীলফামারী ৯, লালমনিরহাট ২, কুড়িগ্রাম ২, দিনাজপুর ১০, পঞ্চগড় ১, ঠাকুরগাঁও ৬।
খুলনা বিভাগ : খুলনা ১, যশোর ১, বাগেরহাট ১, নড়াইল ২, চুয়াডাঙ্গা ১।
ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ ২১, জামালপুর ২০, নেত্রকোনা ১৪, শেরপুর ১১।
বরিশাল বিভাগ : বরগুনা ১০, বরিশাল ২১, পটুয়াখালী ২, পিরোজপুর ৪, ঝালকাঠি ৪, ভোলা।
রাজশাহী বিভাগ : জয়পুরহাট ২, পাবনা ২, বগুড়া ১, সিরাজগঞ্জ, নওগাঁ ও রাজশাহীতে ৪।
Leave a reply