দেশে দিনে করোনায় আক্রান্ত হচ্ছে ৬৭, মৃত্যু ২ জনের বেশি

|

দিনে করোনায় আক্রান্ত হচ্ছে ৬৭ জন ও মৃত্যুবরণ করছেন প্রায় ৩ জন। দেশে এপর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৪৯২ জন ও মোট মৃত্যু হয়েছে ১০১ জনের।

এদিকে দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে গত ৮ মার্চ ও প্রথম মৃত্যুবরণ করে ১৮ মার্চ। এই পরিসংখ্যান থেকে দেখা গেছে দেশে দিনে ৬৭ জন করোনা রোগী শনাক্ত হচ্ছে। ও প্রায় তিন জন করে করোনা রোগী মারা যাচ্ছেন।

আজ দেশে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও ৪৯২ জন। করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭৯ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দেখা যায় প্রতি ১০০ জনের মধ্যে ১৯ জন আক্রান্ত।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রয়েছেন ৫৭ জন। মোট আইসোলেশনে রয়েছেন ৭১৩ জন। এই সময়ে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪০ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছে ৫৭৭ জন।

২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩০৮০৯ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ২৭০ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply