অনুমোদন ছাড়া করোনা পরীক্ষার কিট আমদানি, ৩ জনের জেল-জরিমানা

|

অনুমোদন ছাড়া করোনা পরীক্ষার কিট আমদানির অভিযোগে তিনজনকে জেল-জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগের শহীদবাগ এলাকায় অভিযান চালানো হয়। এসময়, ৮৯৫ নম্বর ভবনের নিচতলায় একটি, একটি শিপিং কর্পোরেশন অফিসে ৩০০ কিট পায় র‍্যাব সদস্যরা।

র‍্যাবের ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, ঔষধ প্রশাসন ও আইইডিসিআরের অনুমোদন ছাড়াই এগুলো সিঙ্গাপুর থেকে আনা হয়েছে। এসব দিয়ে পরীক্ষা করলে কেমন ফল আসবে তা নিয়ে শঙ্কা থাকবে।

অনুমোদনহীন ওষুধ ও সংক্রমন সংক্রান্ত আইনে বিভিন্ন ধারায় আটক করা তিনজনকে একবছর নয় মাসের জেলা ও ২ লাখ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এগুলো, কার কাছ থেকে এরা কিট পেলো এবং কার কাছে তা বিক্রি করতো, এদেরকেও আইনের আওতায় আনার কথা জানায় র‍্যাব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply